spot_img

২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

গোল দিয়ে অভিষেক রাঙালেন অ্যান্টনি

উড়ন্ত আর্সেনালকে মাটিতে নামাল ম্যানচেস্টার ইউনাইটেড। টানা পাঁচ জয়ের প্রিমিয়ার লিগে সেরা শুরুর পর ওল্ড ট্রাফোর্ডে মুখ থুবড়ে পড়ল মিকেল আরতেতার দল। ইউনাইটেডের কাছে ৩-১ গোলের হারে জয়রথ থামল গানারদের। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জোড়া গোল করেছেন মার্কাস রাশফোর্ড এবং ক্লাবের হয়ে অভিষেক ম্যাচেই লক্ষ্যভেদ করেছেন ক্লাবটির নতুন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্টনি। আর্সেনালের পক্ষে বুকায়ো সাকার একমাত্র গোলে শুধু হারের ব্যবধানই কমেছে।

দলবদলের মৌসুমের শেষ মুহূর্তে ডাচ ক্লাব আয়াক্স থেকে ব্রাজিলিয়ান ফুটবলার অ্যান্টনিকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই উইঙ্গারকে দলে টানতে ১০০ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ৯৫০ কোটি টাকা খরচ করতে হয়েছে তাদের।

আয়াক্স ছাড়ার জন্য অনেকটা উতলা হয়ে উঠেছিলেন অ্যান্টনি। ক্লাব ছাড়ার ইচ্ছের কথা জানিয়ে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে বিস্ফোরক সাক্ষাৎকারও দিয়েছিলেন। আয়াক্স শুরুতে তাঁকে ধরে রাখার প্রাণান্ত চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁকে ছেড়ে দিয়ে এক প্রকার বাধ্যই হয়। আয়াক্সের হয়ে তিন মৌসুমে ৮২ ম্যাচ খেলে ২৫ গোল করেছিলেন তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেডে এসে অভিষেকেই গোল পেয়ে গেলেন অ্যান্টনি। আর্সেনালের বিপক্ষে ম্যাচে দলের প্রথম গোলটি এসেছে তার পা থেকে। রাশফোর্ডের দারুণ থ্রু পাস ধরে নিখুঁত ফিনিশে বল জালে জড়িয়ে ইউনাইটেডে গোলের খাতা খোলেন এই ব্রাজিলিয়ান।

এদিকে টানা চার জয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে অ্যান্টনির দল ইউনাইটেড। অন্যদিকে লিগে মৌসুমের প্রথম হারের মুখ দেখা আর্সেনাল ৬ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে এখন টেবিলের শীর্ষে অবস্থান করছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss