spot_img

২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আত্মঘাতী গোলে চ্যাম্পিয়ন স্পেন

দুই সপ্তাহ পরই শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ। গ্রেটেস্ট শো অন আর্থ শুরুর আগে অনুষ্ঠিত মহিলা ফুটবলের জুনিয়র বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠিত ফিফা ‘অনুর্ধ ১৭ মহিলা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।

গতকাল রোববারের ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতল স্পেন। কলম্বিয়ার ডিফেন্ডার আনা গুজম্যানের আত্মঘাতী গোলে স্পেনের বিজয় আসে। এটি স্পেনের টানা দ্বিতীয় অ-১৭ বিশ্বকাপ জয়।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। ৮২ মিনিটে স্পেনের একটি আক্রমণ প্রতিহত করতে গিয়ে উল্টো নিজেদের জালে ঢুকিয়ে দেন কলম্বিয়ান ডিফেন্ডার। ম্যাচের বাকি সময় কলম্বিয়া গোল পরিশোধ করতে ব্যর্থ হয়। দুই দল গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল। সেখানেও এই স্কোরলাইন ছিল।

গতকাল ক্রিস্টিনা লিব্রান কলম্বিয়ান রক্ষণের জন্য ক্রমাগত হুমকি ছিলেন। দ্বিতীয়ার্ধের দুই মিনিটে জালেও বল জড়ান লিব্রান। হ্যান্ডবলের জন্য গোলটি বাতিল হয়।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss