spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৪৩৩ কোটি টাকা!

অর্থের ঝনঝনানিতে এবার কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। আগের সব বিশ্বকাপ থেকে এবারকার আসর অনেক খরুচে। তার প্রমাণ চ্যাম্পিয়ন দলের অর্থ পুরস্কার। কাতারে যে দল চ্যাম্পিয়ন হবে তারা পাবে ৪ কোটি ২০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৩৩ কোটি ৬০ লাখ টাকা।

সর্বশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপের চেয়ে এবারের প্রাইজমানি ৪০ মিলিয়ন ডলার বেশি। রানার্সআপ দল পাবে ৩ কোটি ২০ লাখ ডলার। ২ কোটি ৬০ লাখ ডলার পাবে তৃতীয় হওয়া দল। চতুর্থ স্থান দখল করা দল পাবে ২ কোটি ২২ লাখ ডলার।

কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া ৪টি দলের প্রতিটি পাবে ১ কোটি ৬০ লাখ ডলার। শেষ ষোলো থেকে বাদ পড়া ৮টি দলের প্রত্যেকে পাবে ১ কোটি ২০ লাখ ডলার। গ্রুপ পর্ব থেকে বাদ পড়া প্রত্যেক দল পাবে ৮০ লাখ ডলার। টুর্নামেন্টে অংশ নেওয়া প্রত্যেকে অন্তত ২৫ লাখ ডলার করে পাবে।

এবারের বিশ্বকাপের সর্বমোট প্রাইজমানি ধরা হয়েছে ৪শ ৪০ মিলিয়ন ডলার। এ ছাড়া আসরের সেরা ফুটবলার, গোলরক্ষক এবং সর্বোচ্চ গোলদাতার জন্য আলাদা পুরস্কার থাকছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss