ইপিএলের শীর্ষে থাকা আর্সেনাল দারুণ মৌসুম কাটাচ্ছে। গেলো সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানো ক্লাবটিকে এফএ কাপে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
ইত্তিহাদ স্টেডিয়ামে শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে এফ এ কাপের চতুর্থ রাউন্ডে আর্সেনালকে ১-০ গোলে হারায় ম্যানসিটি। ম্যাচের ৬৪ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন নাথান আকে।
ম্যাচে দাপট দেখিয়ে খেলে ম্যানসিটি। আর্সেনাল গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচে ১১টি শট নেয় ম্যানসিটি, ৩টি অনটার্গেট। অন্যদিকে ৭টি শট নেয় আর্সেনাল, যার মধ্যে ২টি অনটার্গেট। ম্যাচের ৫৪ শতাংশ সময় বল ম্যানসিটির পায়ে ছিল।
ম্যানচেস্টার সিটি এই প্রথম এফএ কাপে আর্সেনালকে হারিয়েছে। সবশেষ দেখায় ১৯০৪ সালে ২-০ গোলে হেরেছিল সিটি। এর আগে এফএ কাপে চারবারের দেখায় প্রত্যেকবারই হেরেছিল সিটি।
তবে সাম্প্রতিক সময়ে সিটির ধারে কাছেও নেই আর্সেনাল। সব প্রতিযোগিতামূলক খেলায় ১৪ বারের দেখায় ১৩ বারই হেরেছে আর্সেনাল।
চস/স