spot_img

১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চ্যাম্পিয়ন্স লীগ: মিলানকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে ইন্টার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিতে প্রতিপক্ষ ছিল মিলান শহরের দু’দল এসি মিলান ও ইন্টার মিলান। সান সিরোতে সেমির প্রথম লেগে এসি মিলানকে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান। ২-০ গোলের জয়ে ফাইনালের পথে এগিয়ে থাকল ইন্টার।

মিলান ডার্বিতে ইন্টারের হয়ে গোল দুটি করেছেন এডেন জেকো ও হেনরিখ মাখিতারিয়ান। ১৬মে সান সিরোতেই দ্বিতীয় লেগে মুখোমুখি হবে ইতালিয়ান দুই জায়ান্ট। ম্যাচে এক গোল ব্যবধানে হারলেও ফাইনাল নিশ্চিত হবে ইন্টার মিলানের।

সান সিরোতে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল এসি মিলান। শুরুর দিকে আক্রমণও করেছিল বেশ। কিন্তু ব্যর্থ হয়েছে বারবারই। ছেড়ে কথা বলেনি ইন্টার মিলানও। প্রতিপক্ষ দল গোল আদায়ে ব্যর্থ হলেও সুযোগ কাজে লাগিয়েছে ইন্টার।

ম্যাচ শুরুর আট মিনিটে ইন্টারকে লিড এনে দেন এডেন জেকো। হাকান চালহানোগলুর পাস থেকে আসা বলে গোল আদায় করেন তিনি। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন হেনরিখ মাখিতারিয়ান। ডিমার্কোর বাড়ানো বল জালে পাঠান।

৩২ মিনিটে এসি মিলানের ডি-বক্সে ফাউলের শিকার হন ইন্টার অধিনায়ক লৌতারো মার্টিনেজ। পেনাল্টি আবেদন করলে ভিএআর তা খারিজ করে দেয়। তৃতীয় গোল করার সুযোগ থেকে বঞ্চিত হয় মার্টিনেজের দল। এসি মিলান গোল শোধ করতে না পারায় ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার মিলান।

দ্বিতীয়ার্ধে জমে ওঠে মিলান ডার্বি। সমানে-সমান লড়তে থাকে দুদল। আক্রমণ-প্রতি আক্রমণে শেষ হয় লড়াই। দুদলই বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু গোল আদায়ে সক্ষম হয়নি কোনো দলই। প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে ২-০ গোলের জয় নিয়ে ফাইনালের পথে নিজেদের অবস্থান দৃঢ় করে মাঠ ছাড়ে ইন্টার মিলান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss