বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ১১ ঘণ্টার সফরে বাংলাদেশে পা রেখেছেন। তার সঙ্গে এসেছেন কয়েকজন ব্যক্তিগত স্টাফও। সোমবার (৩ জুলাই) ভোর ৫ টা ১০মিনিটে আর্জেন্টিনা থেকে ঢাকায় এসেছেন মার্টিনেজ।
কলকাতার ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের আমন্ত্রণে ভারত সফরে আসার কথা থাকলেও মার্টিনেজ বাংলাদেশ সফরেও আগ্রহ প্রকাশ করেন। তারই প্রেক্ষিতে ঢাকায় এলেন কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক।
তবে বাংলাদেশের সাধারণ আর্জেন্টিনা ভক্তদের সঙ্গে মার্টিনেজের দেখা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
আয়োজক সংস্থা নেক্সট ভেনচার্স জানিয়েছে, ঢাকায় মার্টিনেজের সফর ১১ ঘণ্টার। বিমানবন্দর থেকে তিনি হোটেলে গিয়ে বিশ্রাম নিয়ে যাবেন নেক্সট ভেনচার্সের কার্যালয়ে।
সেখানে কিছুক্ষণ অবস্থান করে মার্টিনেজ গণভবনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে হতে পারে স্মারকস্বরূপ জার্সি হস্তান্তর অনুষ্ঠান। আজ বিকেলেই কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে মার্টিনেজের। সেখানে দুই দিনব্যাপী অনুষ্ঠানে যোগ দেবেন।
জানা গেছে, ঢাকায় মার্টিনেজ তার স্পন্সর প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চারের এক অনুষ্ঠানে যোগ দেবেন।
চস/স