spot_img

২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ফেসবুকে পরিচয়, কাজ দেওয়ার কথা বলে তরুণীকে আটক

ফেসবুকে পরিচয়ের সূত্রে বন্ধুত্বের সম্পর্কের টানে বরিশালে এসে ফাঁদে আটকা পড়া ১৬ বছরের তরুণীকে সাড়ে ৪ মাস পর উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ মার্চ) বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান।

আসাদুজ্জামান জানান, এ ঘটনায় ওই তরুণীর বাবা বাদি হয়ে থানায় মামলা করেছেন। তরুণীকে আটকে রাখার ঘটনায় অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ওই তরুণী নিম্নবিত্ত পরিবারের সন্তান। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় মানুষের বাসায় গৃহপরিচারিকার কাজ করেই জীবিকা নির্বাহ করতেন। হঠাৎ করেই প্রায় ৭-৮ মাস আগে ওই তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় বরিশালের আরিফুল ইসলাম সুমনের সঙ্গে। পরিচয়ের সূত্রে ওই তরুণী তার পারিবারিক অসহায়ত্ব ও অভাব-অনটনের কথা জানায় সুমনকে।

ভালো কাজ হাতে আছে বলে তরুণীকে তার কাছে চলে যেতে বলেন সুমন। এ ধরনের আশ্বাসে আশ্বস্ত হয় অসহায় তরুণী। পরবর্তীতে সুমন তার স্ত্রী হাবিবা আক্তার সুমিকে সঙ্গে নিয়ে ঢাকা গিয়ে ওই তরুণীকে বরিশালে নিয়ে আসেন এবং তাদের ভাড়া বাসায় রাখেন। তবে তরুণীকে চাকরি না দিয়ে ওই বাসায় আটকে রাখে সুমন ও তার স্ত্রী। পরবর্তীতে তাদের বন্ধু আরিফের সহায়তায় ওই তরুণীর সঙ্গে অসামাজিক কার্যকলাপ করার চেষ্টা চালিয়ে যায়। বিভিন্ন সময় তাকে যৌন নিপীড়ন করতে থাকে।

ওই তরুণী যখন বুঝতে পারে অসৎ উদ্দেশ্যে ঢাকা থেকে তাকে আটকে রাখা হয়েছে, তখন তিনি পালিয়ে ঢাকা যাওয়ার চেষ্টা করলে সুমন তাকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখায়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এসআই তানজিল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ৪ মাস ১৯ দিন আটক থাকার পর ২৮ ফেব্রুয়ারি কোতোয়ালি থানার পুলিশ ১৫ নম্বর ওয়ার্ডস্থ সাইদুল কবির রিপনের মালিকানাধীন ভাড়া বাসায় অভিযান চালান।

এ সময় টিনসেড ভাড়াটিয়া ঘর থেকে তরুণীকে উদ্ধার করা হয়। পাশাপাশি মো. আরিফুল ইসলাম সুমন (২৪), তার স্ত্রী হাবিবা আক্তার সাথী (১৮) ও তাদের বন্ধু মো. আরিফকে (২২) গ্রেপ্তার করা হয়। তরুণীকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss