অনেক ইসলামি প্রকাশনা এখানে রয়েছে। কোনো মিথ্যা প্রপাগাণ্ডায় কান দেবেন না, গুজবে কান দেবেন না। জঙ্গিবাদের আশ্রয়দাতা যারা, জঙ্গিবাদকে যারা উৎসাহিত করে, যে বই পড়ে আমাদের তরুণ প্রজন্ম জঙ্গিবাদে উৎসাহিত হয়ে সেই সমস্ত বই এ মেলাতে রাখা যাবে না। মুক্তিযুদ্ধের বাংলাদেশ। আমরা অনেক রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন করেছি। আমরাই একমাত্র জাতি নিজের মায়ের ভাষা প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিয়েছি। পৃথিবীর আর কোনো জাতি নিজের মায়ের ভাষার জন্য রক্ত দেয়নি।
রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) একুশের বইমেলা উদ্বোধনকালে মেয়র রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।
মেয়র আরও বলেন, আগামীকাল মহান একুশে ফেব্রুয়ারি। যদিও প্রতিবছর চট্টগ্রাম সিটি করপোরেশন এখানে একুশের বইমেলা করে থাকে। গতবার আমরা করোনার কারণে বইমেলা করতে পারিনি, দুর্ভাগ্য। এবারও দেরি হয়েছে একই কারণে। আমাদের সৌভাগ্য সবার মিলিত প্রচেষ্টায় একটু দেরিতে হলেও আজ ২০ ফেব্রুয়ারি সম্মিলিতভাবে বইমেলা করতে পারছি। আমাদের এ আবেগের মাস, এ ভাষার মাসে আমরা একুশের বইমেলার উদ্বোধন ঘোষণা করেছি। যারা এসেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি দেশে ছিলাম না। মেলা কমিটি, প্যানেল মেয়ররা, আমাদের কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এ বইমেলা সফল করার জন্য। সব প্রকাশক, শিল্পী-সাহিত্যিক-সাংবাদিক সবাইকে অনেক ধন্যবাদ।
স্বাস্থ্যসচেতন হয়ে সরকারি বিধিবিধান মেনে বইমেলাকে সুন্দর করার আহ্বান জানান মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক বই নগদ টাকায় কিনে শিশু-কিশোরদের উপহার দেন।
চস/আজহার