spot_img

১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আলীকদমে ৬ ঘণ্টার ব্যবধানে পুকুরে মিলল দুই বোনের মরদেহ

বান্দরবানের আলীকদমে ৬ ঘণ্টার ব্যবধানে পুকুর থেকে মারুফা জান্নাত (৭) ও মাহফুজা জান্নাত (৪) নামে দুই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ মে) ভোরে ও শুক্রবার (১৩ মে) রাত ১২টায় উপজেলার চৈক্ষ্যং ইউনিয়ন থেকে তাদের লাশ উদ্ধার করে আলীকদম থানা পুলিশ।

নিহত দুই বোন ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সিরাজ কারবারি পাড়ার মাহমুদ উল্লাহর মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেন চৈক্ষ্যং ইউপির চেয়ারম্যান জয়নাল আবেদীন। তিনি বলেন, ‘মারুফা ও মাহফুজাকে ঘরে দেখতে না পেয়ে তাদের বড় বোন মামুদা জান্নাত খোঁজাখুঁজি শুরু করে। এ সময় তার বাবা-মা মাঠে কাজ করছিল। খবর পেয়ে তারা ও স্বজনরা আশপাশে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরে রাত ১২টার দিকে ঘরের পাশে পুকুর থেকে একজনের লাশ এবং শনিবার ভোরে আরেকজনের লাশ পাওয়া যায়।’

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন বলেন, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুই বোনের লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চস/এনএইচ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss