spot_img

১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

লোহাগাড়ায় পাঁচটি শুটারগানসহ যুবক আটক

লোহাগাড়া থানার পদুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে পাঁচটি ওয়ান শুটারগানসহ মো.রিয়াদ (২৪) নামে এক যুবকে আটক করেছে র‌্যাব।

সোমবার (২০ জুন) দুপুরে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নুরুল আবছার এই তথ্য নিশ্চিত করেন।

আটক মো.রিয়াদ ওই এলাকার মোজাফফরের ছেলে।

মো. নুরুল আবছার জানান, লোহাগাড়া এলাকায় একটি অস্ত্রের সিন্ডিকেট গড়ে উঠেছে যারা বিভিন্ন কাজে অস্ত্রগুলো ব্যবহার করে থাকে। পদুয়া এলাকায় অস্ত্র ও মাদক ব্যবসায়ী মো.রিয়াদ বসতঘরে মাদকদ্রব্য এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রাখার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার (১৯ জুন) দিবাগত রাত দুইটার দিকে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, ঘরে টিনশেড কক্ষের ভিতর মাটির নিচে প্লাস্টিকের বস্তা থেকে ৫টি ওয়ান শুটারগান, ৩টি কার্তুজ এবং ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। অস্ত্রগুলো মাদকদ্রব্য কেনাবেচার সময় ব্যবহার, প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের ভয় দেখানো বা ফাঁসানোর জন্য এবং নির্বাচন বা বিভিন্ন উপলক্ষ্যে ভাড়া দেওয়া হতো বা অনেকসময় নিজেরাও ভাড়াটে হিসেবে কাজ করতো। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অস্ত্রসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss