চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ গ্রামে কানিজ ফাতেমা (২৩) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৬ জুলাই) দুপুরে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত কানিজ ফাতেমা প্রবাসী বেলাল হোসেনের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কানিজ ফাতেমাকে সকালে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন। পরে তারা তাকে উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, নিহত গৃহবধূর স্বামী বিদেশে থাকেন। কিন্তু তিনি এখানে কি কারণে গলায় ফাঁস দিলেন তা স্পষ্ট নয়। এ কারণে আমরা লাশ ময়নাতন্তের জন্য পাঠানো হয়েছে।
চস/স