করোনা প্রতিরোধে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস দেশে চীনের সিনোফার্মের তৈরি করোনা ভ্যাকসিন উৎপাদন করবে বলে জানা গেছে। সোমবার (১৬ আগস্ট) এ বিষয়ে বাংলাদেশ, সিনোফার্ম ও ইনসেপ্টার মধ্য চুক্তি স্বাক্ষরিত হবে।
ঢাকায় চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, সোমবার দুপুর ৩টায় রাজধানীর মহাখালীতে অবস্থিত বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস’র মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষর হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং উপস্থিত থাকবেন।
চস/স


