spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সুস্থ হয়ে আজ দেশে ফিরছেন সেব্রিনা ফ্লোরা

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা প্রায় চার মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরছেন।  আজ (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি দেশে ফিরবেন।

বুধবার (২৮ ডিসেম্বর) রাতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মীরজাদী সেব্রিনা সুস্থ হয়ে উঠেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দেশে আসবেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

গত জুলাইয়ের শেষের দিকে কক্সবাজারে গেলে সেখানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন সেব্রিনা ফ্লোরা। পরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় গত ৭ আগস্ট সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss