spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের মত ডেন্টাল কলেজগুলোর ভর্তি পরীক্ষাও ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা হবে একক প্রশ্নপত্রে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন সোমবার (১৩ অক্টোবর) বলেন, রোববার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

“আমাদের সিদ্ধান্ত মোটামুটি চুড়ান্ত, এক দিনে, এক প্রশ্নে মেডিকেল এবং ডেন্টালের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এখন কিছু টেকনিক্যাল বিষয় আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি।”

একই দিনে একই প্রশ্নে পরীক্ষা হলে কারা মেডিকেল আর কারা ডেন্টালে সুযোগ পাবে, প্রশ্নে ডা. নাজমুল হোসেন বলেন, “এই বিষয়গুলো এখনও আলোচনা হয়নি। বিষয়গুলো আমরা দেখছি, কিভাবে কি করা যায়।”

সারাদেশের তিনটি ডেন্টাল কলেজ এবং ৮টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে আসন সংখ্যা ৫৪৫টি। এরমধ্যে গোপালগঞ্জের শেখ লুতফর রহমান ডেন্টাল কলেজ এবং খুলনা ডেন্টাল কলেজের কার্যক্রম এখনও শুরু হয়নি।

বেসরকারি ১২টি ডেন্টাল কলেজে ৯৪৫টি এবং বেসরকারি ১৬টি ডেন্টাল ইউনিটে আসন সংখ্যা ৫৪৫টি।

আর দেশে ৩৮টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫ হাজার ৩৮০টি। এর মধ্যে নারায়ণগঞ্জ মেডিকেল কলেজের কার্যক্রম এখনও শুরু হয়নি। বেসরকারি ৬৭টি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ২৯৩টি।

এর আগে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে আগামী ১২ ডিসেম্বর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে খবর আসে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss