মিয়ানমারে একটি জেড খনিতে ভূমিধসের ঘটনায় তিন নিরাপত্তাকর্মীসহ ১৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনও আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
সোমবার সকালে দেশটির কাচিন রাজ্যের পাকান্ত শহরের শেখমু গ্রামের কাছে অবস্থিত একটি জেড খনিতে এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে তিন নিরাপত্তাকর্মীসহ ১৮ জন প্রাণ হারায়। এছাড়া ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুই পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, কাচিন রাজ্যে বড় ধরনের এই ভূমিধসের ঘটনাটি ঘটেছে এবং এতে একটি ‘কাদার হ্রদ’ তৈরি হয়েছে আর ৪০টি গাড়িসহ শ্রমিকদের বাসস্থান এর নিচে চাপা পড়েছে।
ভূমিধসের দুটি কোম্পানির জানমালের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়। এ দুটি কোম্পানি হল শুয়ি নগর কোয়ে কুং এবং মিয়ানমার থুরা জেম।
তল্লাশি ও উদ্ধার কাজ অব্যাহত আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
মিয়ানমারের জেড খনিগুলোতে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে এবং এতে অনেক লোকের মৃত্যুর হয়।
এর আগে গত এপ্রিলে পাকান্ত শহরের এক জেড খনিতে ভূমিধসের ঘটনায় ৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।
চস/সোহাগ