spot_img

৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

গোল্ডেন ভিসার ক্যাটাগরি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আমিরাতে

গোল্ডেন ভিসার ক্যাটাগরি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ ডিগ্রিধারী, পেশাজীবী ছাড়াও অন্যান্য বিদেশিদেরও এ ভিসা দেয়া হবে। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম এই ঘোষণা দিয়েছেন।

আরব আমিরাতে গোল্ডেন ভিসার মাধ্যমে একজন বিদেশি ১০ বছর বসবাসের সুযোগ পান। ক্যাটাগরি বাড়লে আরো বেশি সংখ্যক বিদেশি এ ভিসার আওতায় দেশটিতে অবস্থান করতে পারবেন। শেখ মোহাম্মদ বিন রশিদ এক বিবৃতিতে জানান, সব ধরনের ডক্টরেট ডিগ্রিধারী, মেডিকেল চিকিৎসক, কম্পিউটার, ইলেকট্রনিক্স, প্রোগ্রামিং, ইলেকট্রিক্যাল ও বায়োটেকনোলজি প্রকৌশলী এ ভিসার আওতায় পড়বেন। আরব আমিরাতে পড়াশোন করছে এমন শিক্ষার্থীরাও গোল্ডেন ভিসার সুবিধা পাবেন। ১লা ডিসেম্বর থেকে এ সুযোগ কার্যকর হবে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss