spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায় যুক্তরাষ্ট্রে ৩ লাখ ছাড়াল মৃত্যু

 

যুক্তরাষ্ট্র মহামারি করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। দেশটিতে মৃত্যু তিন লাখ ছাড়িয়ে গেছে। মঙ্গলবার জনস হপকিন্স ইউনিভার্সিটি সোমবারের পরিসংখ্যানে এ তথ্য দিয়েছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই সপ্তাহের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে দৈনিক আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরমধ্যে গত বুধবার ও শনিবার তিন হাজারের বেশি করে মৃত্যু হয়েছে। খবর আল জাজিরার

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ৬৯ লাখ ৪২ হাজার ৮২২ জন। মৃত্যু হয়েছে তিন লাখ আট হাজার ৮৯ জনের। সুস্থ হয়েছেন ৯৮ লাখ ৭১ হাজার ৬৬৩ জন।

যুক্তরাষ্ট্রে এমন দিনে মৃত্যু তিন লাখ ছাড়িয়েছে, যেদিন দেশটিতে করোনাভাইরাসের বিরুদ্ধে টিকাদান শুরু হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে নিউইয়র্কে কৃষ্ণাঙ্গ নার্স সান্দ্রা লিন্ডসেকে প্রথম টিকা দেওয়া হয়।

চস/এএম

Latest Posts

spot_imgspot_img

Don't Miss