spot_img

২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বছরের প্রথম দিনই পাক-ভারতের ছায়াযুদ্ধ

বছর বদলালেও বদলাল না পাকিস্তান-ভারতের সম্পর্ক। উভয়ে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইংরেজি নতুন বছরের প্রথম দিন, শুক্রবার, পাক গোলা বর্ষণে মৃত্যু হয়েছেন এক ভারতীয় সেনা জওয়ান। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের রাজৌরির নিয়ন্ত্রণরেখায়।

ভারতীয় সেনা সূত্রে খবর, শুক্রবার বেলা সাড়ে ৩টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত রাজৌরির নৌশেরা সেক্টরে গোলাবর্ষণ করে পাকিস্তানি সেনা। নিয়ন্ত্রণরেখা লাগোয়া অঞ্চলগুলিতে গুলিও ছোড়া হয়। আছড়ে পড়া পাক গোলার আঘাতে শহিদ হন ওই সেনা জওয়ান। ভারতীয় সেনার এক মুখপাত্র জানান, কোনও রকম প্ররোচনা ছাড়া এদিনও সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। ঘটনার পর ভারতের তরফেও সমুচিত প্রত্যাঘাত করা হয়েছে।

সেনার ওই মুখপাত্র জানান, শুক্রবার বেলা সাড়ে ৩টে নাগাদ প্রথম বার গোলাবর্ষণ শুরু করে পাক সেনা। ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি করার পাশাপাশি মর্টার শেল ছুড়তে থাকে। ভারত কড়া প্রত্যাঘাত করলে, কিছুক্ষণের জন্য হামলা বন্ধ হয়। বিকেল সাড়ে ৫টা নাগাদ নৌশেরা সেক্টরে ফের গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। বিকেলে দ্বিতীয় দফার পাক হামলায় ঘায়েল হন নায়েব সুবেদার রবীন্দর। শহিদ নায়েব সুবেদারকে সাহসী উল্লেখ করে তিনি বলেন, ওঁর আত্মবলিদান দেশ মনে রাখবে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss