spot_img

২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

প্রেসিডেন্ট বাইডেনের প্রথম টুইট

অভিষেকের পরপরই মার্কিন প্রেসিডেন্টের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট চলে গেল জো বাইডেনের অধীনে। গত চার বছর সেই অ্যাকাউন্ট চালাতেন ডোনাল্ড ট্রাম্প।

সিএনএন জানায়, বুধবার স্থানীয় সময় দুপুরে ক্যাপিটল চত্বরে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বাইডেন। এরপর ওভাল অফিস ও হোয়াইট হাউসে যান তিনি এবং ফার্স্টলেডি জিল বাইডেন।

এ সময় তার সঙ্গে ছিলেন দেশটির প্রথম নারী ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বাইডেনের আগে তিনি শপথ নেন।

এদিন নানা ব্যস্ততার মধ্যে রাত ১১.৩৬টায় প্রথম টুইট করেন প্রেসিডেন্ট বাইডেন। সেখানে তিনি লেখেন, ‘মোকাবিলা করার জন্য আমাদের সামনে অনেক সঙ্কট, নষ্ট করার মতো কোনো সময় নেই।’

বাইডেন বলেন, ‘আমেরিকার পরিবারগুলোকে অতিসত্ত্বর নিষ্কৃতি দিতে এবং সাহসী পদক্ষেপ নিতে আজ আমি ওভাল অফিসে।’

একইভাবে ফার্স্টলেডির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট এখন বাইডেনের স্ত্রী জিল বাইডেনের হাতে। এর আগে সেটি ছিল মেলানিয়া ট্রাম্পের অধীনে।

ফার্স্টলেডি হিসেবে প্রথম টুইটে জিল একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বলেন, ‘ধন্যবাদ, আপনারা আমাদের ওপর বিশ্বাস রেখেছেন, এটা আমাদের জন্য সবচেয়ে বড় বিষয়। আমরা একটা উন্নত বিশ্ব গড়ব। একসঙ্গেই সেটি আমরা করতে যাচ্ছি।’

শপথ নেওয়ার পর মার্কিন ভাইস প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্টও চলে যায় কমলা হ্যারিসের অধীনে। যেটি গত চার বছর মাইক পেন্সের হাতে ছিল। প্রথম টুইটে কমলা লেখেন, ‘দায়িত্ব পালনের জন্য আমরা প্রস্তুত।’

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss