spot_img

২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে ধর্মঘটে চিকিৎসকরা

অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করে গৃহবন্দী ও সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারের প্রধান শহরগুলোয় সরকারি হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা ধর্মঘটের ঘোষণা দিয়েছেন।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দেশটির সরকারি হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা কাজ বন্ধ করে বিক্ষোভ করেছে। এসময় তারা প্রতিবাদ স্বরূপ লাল ফিতা পরেছিলেন। দেশটির ৩০টি শহরের ৭০ হাসপাতাল ও চিকিৎসা বিভাগের কর্মীরা কাজ বন্ধ করে আজ প্রতিবাদ জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত মিয়ানমারের পরিস্থিতি শান্ত থাকলেও রাতে ইয়াঙ্গুনে বিক্ষোভকারীরা গাড়ির হর্ন ও থালাবাসন বাজিয়ে প্রতিবাদ জানিয়েছে। মিয়ানমারের শিক্ষার্থীরা অসহযোগ কর্মসূচির ডাক দিয়েছেন।

আরো পড়ুন: মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

দেশজুড়ে জরুরি অবস্থা চলছে। অং সান সু চি-র সরকারকে উচ্ছেদ করা ‘অপরিহার্য’ ছিল বলে জানান দেশটির সেনাপ্রধান।

উল্লেখ্য, গত সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss