spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

‘পারসিভারেন্স’ রোভারের অবতরণের ভিডিও দিল নাসা

মঙ্গলগ্রহে ‘পারসিভারেন্স’ রোভার অবতরণের ৩ মিনিটের বিরল ভিডিও প্রকাশ করল নাসা।

সোমবার (২২ ফেব্রুয়ারি) নাসা এই বিরল ভিডিও সম্প্রচার করে।

মঙ্গলগ্রহের কক্ষপথে নভোযানটির প্রবেশ এবং মঙ্গলপৃষ্ঠে অবতরণের চূড়ান্ত মুহূর্ত ধারণ করা হয়েছে। নাসার দাবি, ছয় চাকার রোভারটিতে রয়েছে আধুনিক ২৫টি ক্যামেরা। সেখানেই ধরা পড়ে অসাধারণ মুহূর্ত।
দীর্ঘ ৭ মাসের যাত্রা শেষে বৃহস্পতিবার রাতে জেজিরো এলাকায় মঙ্গলপৃষ্ঠ ছুঁতে সক্ষম হয় রোভারটি।

আরো পড়ুন: পিছিয়ে গেল শাহরুখের ‘পাঠান’

মঙ্গলে কোনোকালে প্রাণের অস্তিত্ব ছিল কিনা, তা জানতে নমুনা ও তথ্য সংগ্রহ করবে পারসিভারেন্স। পারসিভারেন্সকে ১০ বছর মঙ্গলপৃষ্ঠে রাখতে চান নাসার বিজ্ঞানীরা।

এ পর্যন্ত ৯টি মহাকাশযান সফলভাবে মঙ্গলে অবতরণ করেছে, যার সব কটিই যুক্তরাষ্ট্রের।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss