spot_img

৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার
১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

২৭ মিলিয়ন ডলারে জর্জ ফ্লয়েড হত্যা মামলার মিমাংসা

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের পরিবারকে ২৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে মিনিয়াপোলিস নগর কর্তৃপক্ষ। এর মাধ্যমে এই মামলার নিষ্পত্তি হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

জাল নোট ব্যবহারের অভিযোগে ২০২০ সালের ২৫ মে ফ্লয়েডকে আটক করে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিশ শহরের পুলিশ। আটকের পর ডেরেক চৌভিন নামের এক পুলিশ কর্মকর্তা ফ্লয়েডের ঘাড় হাঁটু দিয়ে রাস্তায় চেপে ধরলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে ফ্লয়েডের পরিবার গত বছরের জুলাই মাসে মিনিয়াপোলিস নগর কাউন্সিলসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

সে সময়ে বাঁচার আকুতি জানিয়ে ফ্লয়েড বলছিলেন ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না’। তারপরও ওই পুলিশ কর্মকর্তা তাকে মুক্তি দেননি। এই ঘটনার পর বিশ্বজুড়ে প্রতিবাদ বিক্ষোভ হয়। সূচনা হয় ’ব্ল্যাক লাইভস ম্যাটার’ এর।

ফ্লয়েডের পরিবারের আইনজীবী বেনজামিন ক্রাম্প বলেছেন, বিচার শুরুর আগে মৃত্যু মামলার নিষ্পত্তির ঐতিহাসিক ঘটনা এটি। এই ক্ষতিপূরণ যুক্তরাষ্ট্রকে শক্তিশালী বার্তা দেয় যে, কালোদের জীবনেরও মূল্য আছে। কালোদের ওপর পুলিশি বর্বরতার অবসান ঘটাতে হবে।

আরো পড়ুন: বাড়ছে করোনা, আবারও লকডাউনের পথে ইতালি

ক্ষতিপূরণের ঘোষণার পর ফ্লয়েডের বোন ব্রিজেট ফ্লয়েড এক বিবৃতিতে বলেন, ন্যায়বিচার পাওয়ার এই কঠিন যাত্রায় একটা সমাধানে পৌঁছাতে পেরে আমার পরিবার সন্তুষ্ট। আমাদের হৃদয় ভাঙার পরও আমরা জেনে স্বাচ্ছন্দ্যবোধ করছি যে, জর্জ ফ্লয়েড বিশ্বকে দেখিয়েছে কিভাবে বেঁচে থাকতে হয়।

ফ্লয়েডকে হত্যার ঘটনায় চাকরিচ্যুত করা হয় পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে। তার বিচার আদালতে চলমান রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss