spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পদত্যাগ করলেন সুইডেনের প্রধানমন্ত্রী

আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফান লোফভেন। বুধবার (১০ অক্টোবর) পদত্যাগ করলে তার জায়গায় দরজা খুলতে যাচ্ছে অর্থমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের। সব ঠিক থাকলে তিনিই হতে চলছেন সুইডেনের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী। খবর বার্তাসংস্থা রয়টার্স।

গত সপ্তাহেই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা হিসেবে লোফভেনের স্থলাভিষিক্ত হন অ্যান্ডারসন। সব কিছু মিলিয়ে নতুন সরকার গঠনের জন্য একধাপ এগিয়ে গেলেন তিনি।

৬৪ বছর বয়সী লোফভেন পদত্যাগ করায় প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন দেশটির স্পিকার আন্দ্রিয়াস নোরলেন। আগামী ২০২২ সালের সেপ্টেম্বরে সুইডেনের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে লোফভেন বলেছেন, সব দিক বিবেচনায় স্পিকারকে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছি।

নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত লোফভেনই দেশটির তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেবেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss