spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আমিরাতে সরকারি বেসরকারি কর্মীদের সমান ছুটি!

সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের মধ্যে বৈষম্য কমাতে নতুন শ্রম আইন করেছে সংযুক্ত আরব আমিরাতের সরকার।

এ নতুন আইনের আওতায় আগামী বছরের ২ ফেব্রুয়ারি থেকে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রের কর্মচারীরা একই ধরনের ছুটি ভোগ করতে পারবেন। শিথিলতা থাকছে কাজের ক্ষেত্রেও।

দেশটির হিউম্যান রিসোর্স অ্যান্ড এমিরেটাইজেশন মন্ত্রণালয় এমন ঘোষণা দিয়েছে সোমবার। এ তথ্য দিয়েছে সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট।

ছুটি ছাড়াও নতুন এ শ্রম আইনে নিয়োগ কর্তাদের জন্য বেশি কিছু বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটিসহ অন্যান্য বিশেষ ছুটি বিবেচনা সর্বোপরি একটি সহানুভূতিশীল ছুটি নীতি অবলম্বন করা ইত্যাদি।

পাশাপাশি নতুন আইনটি বাস্তবায়নের ফলে আমিরাতে আর কেউ নিয়োগের ক্ষেত্রে জাত, বর্ণ, লিঙ্গ, ধর্ম, জাতীয়তা, বংশগত পরিচয় ও শারীরিক অক্ষমতার কারণে বৈষম্যের শিকারও হবেন না।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss