spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড়ে দুই শতাধিক প্রাণহানি

ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় রাইয়ের আঘাতে মৃত মানুষের সংখ্যা বেড়ে ২০৮ হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) দেশটির জাতীয় পুলিশ এ তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবার ফিলিপাইনে এ ঘূর্ণিঝড় আঘাত হানে। ঘূর্ণিঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার।

ফিলিপাইনের জাতীয় পুলিশের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ে অন্তত ২৩৯ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ৫২ জন। খবর বিবিসির।

সাম্প্রতিক বছরগুলোয় ফিলিপাইনে আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর মধ্যে রাইকে সবচেয়ে প্রাণঘাতী হিসেবে অভিহিত করা হচ্ছে। ফিলিপাইন রেডক্রস বলেছে, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উপকূলীয় এলাকা একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে।

ফিলিপাইন রেডক্রসের চেয়ারম্যান রিচার্ড গর্ডন বলেন, ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল ও কমিউনিটি ক্লিনিকগুলো ঘূর্ণিঝড়ের আঘাতে টুকরো টুকরো হয়ে গেছে।

জানা গেছে, ঘূর্ণিঝড়ে অসংখ্য বাড়ির চালা উড়ে গেছে। গাছ উপড়ে পড়েছে। কংক্রিটের তৈরি বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। কাঠের ঘর ভেঙে চুরমার হয়ে গেছে। অনেক গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড় রাইয়ের কারণে অনেক জায়গায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎসংযোগ।

অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য সেনাবাহিনী, পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের হাজারো কর্মী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত এলাকায় খাদ্য, পানি, চিকিৎসাসামগ্রীসহ কোস্টগার্ডের পাশাপাশি নৌবাহিনীর জাহাজও পাঠানো হয়েছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss