spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আকাশ থেকে বৃষ্টির সঙ্গে ঝরে পড়ল মাছ! (ভিডিও)

সাধারণ বৃষ্টি ঝরা আমরা সবাই দেখতে পাই। কিন্তু কখনও কি দেখেছেন বৃষ্টির ফোঁটার সঙ্গে আকাশ থেকে ঝরে পড়ছে শত শত মাছ! শুধু মাছ নয়, সঙ্গে পড়ছে ছোট ব্যাঙ ও কাঁকড়াও।

এ রকম ঘটনাই ঘটেছে বুধবার (৩০ ডিসেম্বর) স্থানীয় বিকেল সাড়ে ৪টা নাগাদ মেরিকার টেক্সাসের টেক্সারকানা শহরে। সূত্র: ইউএস টুডে

ওই শহরের বাসিন্দারা ঝড়বৃষ্টি চলাকালীন আচমকা বিকট শব্দ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে এসে দেখতে পান- আকাশ থেকে শত শত মাছ পড়ছে। মাছের সঙ্গে রয়েছে ছোট ব্যাঙ ও ছোট ছোট কাঁকড়াও।

টেক্সারকানা শহরের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে একটি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘২০২১ তার ঝুলি থেকে যেসমস্থ কৌশল বের করেছে মৎস্যবৃষ্টি তার মধ্যে অন্যতম। প্রাণী বৃষ্টি তখনই হয় যখন কোনও জলাশয়ের উপরিভাগে থাকা ছোট ছোট প্রাণীগুলো ঝড়ের দাপটে ভূপৃষ্ঠের ওপরে উঠে যায় এবং পরে সেগুলো বৃষ্টির সঙ্গেই বৃষ্টির আকারে পড়তে শুরু করে। যদিও এটি একটি অস্বাভাবিক ঘটনা তবুও টেক্সারকানা শহরের বহু বাসিন্দা এই ঘটনা দেখে বিস্মিত’।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss