spot_img

৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

হিজাব খুলতে বলায় শিক্ষিকার পদত্যাগ

কর্ণাটকের একটি বেসরকারি কলেজের ইংরেজী বিভাগের শিক্ষিকাকে কলেজে প্রবেশের সময় হিজাব খুলতে বলায় তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে ওই কলেজ শিক্ষিকা জানিয়েছেন মূলত আত্মসম্মানের জায়গা থেকেই তিনি পদত্যাগ করেছেন। – খবর দ্য প্রিন্টের।

প্রতিবেদনে বলা হয়, পদত্যাগ করা ওই শিক্ষিকার নাম চাঁদনি নাজ। তিনি তিন বছর যাবৎ কর্ণাটকের তামাকুরুতে ইংরেজী বিভাগের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

তিনি জানান, এ তিন বছর আমি প্রত্যেক দিনই হিজাব পরে কলেজে এসেছি। এর আগে কখনও কোনও ধরনের বাধার মুখে পড়িনি। এবারই প্রথম আমাকে হিজাব খুলে কলেজে প্রবেশ করতে বলা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ বলেছে, কোনও প্রকারের ধর্মীয় প্রতীক পরে কলেজে প্রবেশ নিষেধ।

তিনি আরও বলেন , হিজাব খুলতে বলায় আমার আত্মসম্মানে লেগেছে। তাই আমি পদত্যাগ করেছি।

তবে হিজাব খুলতে বলার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ মঞ্জুনাথ। তিনি বলেন, আমি বা কলেজের কেউই তাকে হিজাব খুলে প্রবেশ করতে বলিনি।

গত এক মাসের বেশি সময় ধরে কর্ণাটকের বিভিন্ন স্কুল কলেজে একদিকে হিজাব পরে ক্লাস করার অনুমতির দাবিতে আন্দোলন করছে মুসলিম ছাত্রীরা। অন্যদিকে হিন্দু শিক্ষার্থীরা গেরুয়া ওড়না পরে হিজাববিরোধী আন্দোলন শুরু করেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss