ইমরান খানের প্রধানমন্ত্রী পদ কেড়ে নেওয়ায় বড় ভূমিকা রেখেছেন নওয়াজ শরীফের কন্যা ও মুসলিগ লিগ-নওয়াজের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নেওয়াজ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজপথের আন্দোলন সব জায়গাতেই সামনের সারিতে ছিলেন মরিয়ম।
অনাস্থা ভোটে ইমরান খান প্রধানমন্ত্রীর পদ হারানোর পর তাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন মরিয়ম। এক টুইটে বলেছেন, ‘ভালোবাসার পাকিস্তানের দুঃস্বপ্নের রাত শেষ হয়েছে। সময় এখন ঘুরে দাঁড়ানোর আর পুনর্গঠনের।’
আরেক টুইটে তিনি আরও বলেন, ‘পাকিস্তানের ইতিহাসের কালো অধ্যায়ের শেষ হয়েছে। সর্বশক্তিমান আল্লাহর কাছে সেজদা করি, তার নির্দেশনা মেনে চলি ও সাফল্য প্রার্থনা করি। এই লোকটি আমাদের স্বদেশের ক্ষতি করার চেষ্টা করেছিল।’
গতকাল শনিবার পার্লামেন্টে টানা ১৩ ঘণ্টা ম্যারাথন অধিবেশনের শেষ দিকে মধ্যরাতে ৩৪২ সদস্যের মধ্যে ১৭৪ জন ইমরান খানের প্রতি অনাস্থা জানান। পার্লামেন্টে ভোটের সময় ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের-পিটিআই সদস্যরা উপস্থিত ছিলেন না।
চস/আজহার