spot_img

৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শাহবাজের মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী বেনজির পুত্র!

পাকিস্তানে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খান। এরপর সোমবার (১১ এপ্রিল) পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ।

সোমবার বিকেলে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ১৭৪ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শাহবাজ শরিফ। তারপর থেকেই শুরু হয়েছে শাহবাজের নতুন মন্ত্রিসভা কেমন হবে, কিংবা কে স্থান পাচ্ছেন মন্ত্রিসভায়।

শাহবাজের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পেছনে ইমরানবিরোধী পুরো রাজনৈতিক জোটেরই অবদান আছে। সে কারণে এই সব দলের নেতাদেরই উপস্থিতি মন্ত্রিসভায় থাকবে, সেটাই স্বাভাবিক। এর ব্যতিক্রম হবে না বলেই জানানো হচ্ছে সংবাদমাধ্যমগুলোতেও।

খুব শীঘ্রই মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছেন নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। জানা গেছে, সবচেয়ে বড় দল হিসেবে শাহবাজের দল পিএমএলের (এন) ১২ নেতা মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। এ ছাড়া দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে বিলাওয়াল ভুট্টো জারদারির দল পিপিপির সাতজন নেতা মন্ত্রিসভায় জায়গা পাবেন।

এর বাইরে জেইউআই-এফের চারজন, এমকিউএম-পির দুজন এবং এএনপি, জামহুরি ওয়াতান পার্টি ও বেলুচিস্তান আওয়ামী পার্টির একজন করে নেতা নতুন মন্ত্রিসভায় স্থান করে নিতে পারেন। এর মধ্যে বিলাওয়াল ভুট্টো জারদারি পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন বলে শোনা যাচ্ছে। পিপিপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ৩৩ বছর বয়সী বিলাওয়াল।

বিলাওয়াল ভুট্টো জারদারি পাকিস্তান পিপলস পার্টির ২০০৭ সালে নির্বাচিত সভাপতি হন। তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো এবং আসিফ আলি জারদারির একমাত্র পুত্র। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন বিলাওয়াল। সূত্র : ডন ও জিও নিউজ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss