spot_img

৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রুশ সেনার হাতে ধর্ষণের রোমহর্ষক বর্ণনা দিলেন ইউক্রেনীয় নারী

রাশিয়ার সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভ চারপাশ থেকে চলে গেছে, তবে রেখে গেছে অনেক ক্ষত চিহ্ন; বেদনার গল্প। ভোগান্তির শিকার অনেকেই ভুগছেন মানসিক যন্ত্রণায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তেমন এক নারীর গল্প শুনেছে। যিনি দাবি করেছেন, তিনি নিজে রাশিয়ার সেনাদের ধর্ষণের শিকার হয়েছেন, তার স্বামীকে রুশ সেনারা গুলি করে হত্যা করেছে।

আন্না (ছদ্মনাম) নামের ওই নারী কিয়েভ থেকে ৭০ কিলোমিটার দূরের বাস করেন। বয়স তার ৫০ বছর। তিনি জানিয়েছেন, ৭ মার্চ তিনি আর তার স্বামী বাড়িতে ছিলেন, তখন বিদেশি সেনারা তার বাড়িতে ঠোকে।

তিনি বলেন, ‘বন্দুকের মুখে এক সেনা আমাকে পাশের ঘরে নিয়ে যায়, সে আমাকে আদেশ দেয়, তোমার বসন খোলো আর না হয় আমি তোমাকে গুলি করবো। সে তার কথা না শুনলে আমাকে হত্যার হুমকি দেয়, এরপর সে আমাকে ধর্ষণ করেন।’

আন্না জানান, রাশিয়ার সেনাদের সাথে থাকা সেই সেনাটি তরুণ, চিকন, সে চেচেন যোদ্ধা। আন্না বলেন, ‘সে যখন আমাকে ধর্ষণ করছিল, তখন আরও চার সেনা আমার ঘরে ঢোকে, আমি ভেবেছিলাম তারাও একই কাজ করবে। তবে তারা তেমনটা না করে ওই সেনাকে বাইরে নিয়ে যায়। আমি আর ওই সেনাকে আর দেখিনি।’

আন্না দাবি করেছেন, রাশিয়ার সেনাদের আরেকটি দলিই তাকে বাঁচিয়েছে। তবে ঘরে গিয়েও আরও একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হলেন আন্না। তিনি দেখলেন তার স্বামীকে পেটের নীচে গুলি করা হয়েছে।

আন্না বলেন, ‘সে আমাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু তাকে কয়েক রাউন্ড গুলি করা হয়।’ পরে যুদ্ধের কারণে তার স্বামীকে হাসপাতালে নেওয়া যায়নি, ফলে আহত অবস্থায় দুদিন পর তিনি মারা যান।

যে সেনারা আন্নাকে প্রথম সেনার হাত থেকে বাঁচিয়েছিল, তারা নাকি কয়েকদিন তার বাসাতে থেকে যায় এবং তাকে নির্যাতন করে। আন্না বলেন, ‘যখন তারা চলে গেল, আমি তখন ভায়াগ্রা ও কিছু ওষুধ পেলাম। তারা সবসময় মদ্যপ অবস্থায় থাকে। তাদের অধিকাংশই খুনি, ধর্ষক ও লুটপাটকারী। কয়েকজন হয়তো ভালো।’

আন্নার পাশের বাড়িতেও ৪০ বছর বয়সী এক নারী ধর্ষণ ও হত্যার শিকার হন। আন্নার প্রতিবেশীদের দাবি, আন্নাকে যে সেনা ধর্ষণ করেছে, তার প্রতিবেশী নারীও একই সেনার নির্মমতার শিকার হয়েছেন।

সূত্র: বিবিসি

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss