spot_img

৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বুচাতে ৪ শতাধিক মরদেহ উদ্ধার

ইউক্রেনের রাজধানী কিয়েভের পার্শ্ববর্তী বুচা শহর থেকে এখন পর্যন্ত চার শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। বুচার মেয়র আনাতোলি ফেডোরুকের বরাত দিয়ে করা ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের মঙ্গলবারের (১২ এপ্রিল) এক প্রতিবেদনে জানা গেছে এমন তথ্য।

আনাতোলি ফেডোরুক বলেন, কর্তৃপক্ষ এখন পর্যন্ত ৪০৩ জনের মৃতদেহ খুঁজে পেয়েছে। রুশ বাহিনীর দখলদারিত্বে থাকার সময় এসব মানুষকে হত্যা করা হয়েছে বলে মনে করেন তারা।

তিনি আরও বলেন, গত মাসের শেষের দিকে রুশ সেনারা পিছু হটে যাওয়ার পর বাসিন্দাদের শহরে ফিরে আসা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। রুশ সেনাদের চলে যাওয়ার পরই শহরে এসব মরদেহের খোঁজ এবং উদ্ধার করা হয় এবং মরদেহের সংখ্যা ক্রমেই বাড়ছে।

তবে বুচা শহরে মৃত মানুষের সংখ্যা সম্পর্কে মেয়রের বক্তব্য যথাযথভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

এদিকে ইউক্রেনে আক্রমণের পর থেকে বেসামরিক মানুষদের হামলার লক্ষ্যবস্তু করার কথা বারবার অস্বীকার করে এসেছে রুশ বাহিনী। বুচা শহরেও বেসামরিক লোকদের হত্যা করার অভিযোগকে ‘ভয়াবহ জালিয়াতি’ বলে অভিহিত করেছে মস্কো।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss