বড় নিরাপত্তা হুমকি আছে এমন প্রসঙ্গ তুলে লাহোর জনসভায় ইমরানকে সশরীরে উপস্থিত না থাকার পরামর্শ দিয়েছিল স্থানীয় প্রশাসন। তবে ইমরান খান জানিয়েছেন তিনি লাহোরের বৃহস্পতিবারের জনসভায় সশরীরেই উপস্থিত থাকবেন। প্রশাসনের দেওয়া ভার্চুয়াল ভাষণের প্রস্তাবে তিনি রাজি নন।
ইমরান আর প্রশাসনের এমন মুখোমুখি অবস্থানের পর, এগিয়ে এসেছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি ইমরানের জন্য নিখুঁত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
টুইটারে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, ‘ইমরান খানের নিখুঁত-নিরাপত্তার জন্য কার্যকরী ও তাৎক্ষণিক ব্যবস্থা করতে স্বরাষ্ট্র দপ্তরকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আদেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, শান্তিপূর্ণ সমাবেশ গণতন্ত্রেরেই অংশ। তাই এতে যেন কোনও বাধা সৃষ্টি না হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’
সূত্র: জিও নিউজ
চস/আজহার