spot_img

৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বিল গেটস করোনায় আক্রান্ত

বিশ্বের অন্যতম ধনী ও মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস করোনায় আক্রান্ত হয়েছেন। এক টুইটে নিজেই এ তথ্য জানিয়ে বিল গেটস লিখেছেন, তার মৃদু উপসর্গ রয়েছে।

বাংলাদেশ সময় বুধবার (১১ মে) ভোর পৌনে চারটার দিকে করোনা পজিটিভ হওয়ার তথ্য জানিয়ে টুইট করেন বিল গেটস। তিনি আইসোলেশনে আছেন বলেও জানান।

টুইটে তিনি লেখেন, আমার করোনা পজিটিভ হয়েছে। মৃদু উপসর্গ রয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত নিজেকে আইসোলেশনে রাখছি।

আরেক টুইটে তিনি লেখেন, আমি সৌভাগ্যবান যে আমি টিকা পেয়েছি এবং পরীক্ষা-নিরীক্ষা ও দুর্দান্ত চিকিৎসা সেবা পেয়েছি।

বিশ্বের দরিদ্র দেশগুলোতে করোনা টিকা ও প্রয়োজনীয় ওষুধের সরবরাহ বাড়াতে সক্রিয় ভূমিকায় রয়েছেন বিল গেটস। গত বছরের অক্টোবর মাসে গেটস ফাউন্ডেশন জানিয়েছিল, নিম্ন আয়ের দেশগুলোর জন্য ১২ কোটি মার্কিন ডলার ব্যয় করবে তারা।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে করোনার সংক্রমণ বেড়েছে। সংক্রমণের নতুন ঢেউয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, মার্কিন কংগ্রসের কয়েকজন সদস্য-সহ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভাও আক্রান্ত হয়েছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss