spot_img

২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পুতিনের সঙ্গে আলোচনার পরিস্থিতিতে নেই: জেলেনস্কি

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো ধরনের আলোচনার পরিস্থিতি নেই।

তিনি বলেন, পুতিনের সঙ্গে দেখা বা কোনো বৈঠক সম্ভব নয়। বুধবার (৯ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

জেলেনস্কি বলেন, রুশ ফেডারেশন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। কারণ তিনি কথা রাখেন না। তার প্রতি আমাদের একদমই আস্থা নেই। রাশিয়ার উচিত আমাদের ভূমি ত্যাগ করা। কেবল তারপরই আমরা খুশিমনে কূটনৈতিক উপাদান ব্যবহারে করে সাক্ষাৎ-আলোচনা করবো।

ব্যক্তিগত জীবন নিয়েও সাক্ষাৎকারে কথা বলেছেন জেলেনস্কি। দেশে যুদ্ধ দ্বিতীয় বছরে গড়িয়েছে, ঠিক এই মুহূর্তে তিনি এবং তার পরিবার যুদ্ধের বিষয়ে কীভাবে মোকাবিলা করছেন তা নিয়েও আলাপ করেছেন।

তিনি বলেন, আমার মেয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে এবং সেখানে পড়াশোনা শুরু করেছে। আর আমার ছেলে ইউক্রেনেরই একটি স্কুলে পড়ছে। দুজনই ইউক্রেনে আছে। অন্যসব ইউক্রেনীয় শিশুর মতোই তারা দুজন। আমরা বসবাস করছি সাইরেনের মধ্যেই।

সিএনএনকে ভলোদিমির জেলেনস্কি বলেন, আমরা বিজয় চাই, আমরা যুদ্ধের সঙ্গে পরিচিত ছিলাম না, কিন্তু চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের অভ্যস্ততা রয়েছে। তবে সবাই একটি জিনিসই চাইছে, তা হচ্ছে যুদ্ধের অবসান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss