spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

তীব্র শীতে দিল্লিতে রেড অ্যালার্ট জারি

চলতি বছরে সর্বনিম্ন তাপমাত্রা ৩ দশমকি ৬ ডিগ্রি সেলসিয়াসের সাক্ষী হল ভারতের রাজধানী দিল্লির মানুষ। শনিবার (১৩ জানুয়ারি) এমন পরিস্থিতিতে দেশটির আবহাওয়া বিভাগ দিল্লি ও আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে।

জানা গেছে, দেশটির রাজধানীসহ আশপাশের এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কারণে এ তীব্র শীত অনুভূত হয়েছে। ফলে দিল্লি ও ভারতের অন্যান্য অংশে ১৮টি দিল্লিগামী ট্রেন বিলম্বিত হয়েছে। কুয়াশার মধ্যে দৃশ্যমানতা কম থাকায় দিল্লি বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট অপারেশন বিলম্বিত হয়।

এদিকে মুম্বাই-গুয়াহাটিগামী এন্ডিগো এয়ারের একটি প্লেন বাংলাদেশের রাজধানী ঢাকায় জরুরি অবতরণ করেছে। ঘন কুয়াশার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়। বলা হয়েছে, গুয়াহাটিতে প্লেনটি অবতরণ করতে ব্যর্থ হয়। এরপর এটি ফিরে এসে ঢাকায় অবতরণ করে।

এক্স-এর একটি পোস্টে মুম্বাই যুব কংগ্রেসের সাবেক প্রধান সুরজ সিং ঠাকুর বলেছেন, তার মুম্বাই থেকে গুয়াহাটিগামী ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss