spot_img

২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চীনে দোকানে আগুন, প্রাণ গেলো ৩৯ জনের

চীনের সিনইউ নগরীতে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৯ জন। বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, সিনইউ শহরের ইউশুই জেলার তিয়ানগংনান এভিনিউয়ে একটি দোকানের বেজমেন্টে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।

সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, ভবনটি থেকে ধোঁয়া উড়ছে। মানুষকে প্রাণ বাঁচাতে জানালা দিয়ে ঝাপ দিতেও দেখা যায়।

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, দুর্ঘটনা রোধে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। ঘটনা তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি।

এর আগে গত শুক্রবার চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশের ইয়ানশানপু গ্রামে একটি বিদ্যালয়ের হোস্টেলে আগুন লাগে। তাতে ১৩ জন শিক্ষার্থীর মৃত্যু হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss