spot_img

২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ফের গৃহবন্দী অং সান সু চি

মিয়ানমারের ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সেলর অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) এ খবর জানিয়েছে এএফপি।

অন্যদিকে মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী জানায়, দেশটির নববর্ষ উদযাপনের অংশ হিসেবে তিন হাজার ৩০০ কয়েদীকে মুক্তি দেওয়া হবে।

আবহাওয়ার কারণে সাময়িকভাবে সু চিকে কারাগার থেকে সরিয়ে নেয়া হয়েছে, নাকি তার সাজা কমিয়ে আনা হয়েছে, এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি এএফপি।

এদিকে, নোবেল জয়ী ৭৮ বছর বয়সী সু চি বর্তমানে বিভিন্ন মামলায় ২৭ বছরের সাজা ভোগ করছেন। সু চির পাশাপাশি প্রাক্তন প্রেসিডেন্ট উইন মিন্টকেও কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছে ইরাবতী।

মিয়ানমারে কয়েক দশক ধরে চলা সামরিক শাসনের পর এক দশকের মতো দেশটিতে গণতন্ত্র চালু ছিল। এরপর ২০২১ সালে ফেব্রুয়ারিতে সু চির সরকারকে হটিয়ে আবারও ক্ষমতায় আসে সামরিক জান্তা। এরপর থেকেই জনসম্মুখে সু চিকে খুব একটা দেখা যায়নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss