রাস্তার ধারের আবর্জনার মধ্যে পাওয়া ব্যাগভর্তি স্বর্ণ ও ডলার তার মালিককে ফিরিয়ে দিয়ে অনন্য নজির স্থাপন করেছেন ইরানের এক নাগরিক।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৫২ বছর বয়সী নাগরিক যে আবর্জনার মধ্যে পাওয়া স্বর্ণ ও ডলার ভর্তি ব্যাগটি নিরাপদে ফেরত দিয়েছিল সে ইরানের আলি গোদারসের বাসিন্দা।
পরিচয় প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি গণমাধ্যমকে বলেন, আমার মা-বাবা আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছেন, যখনই কারো জিনিসপত্র কোথাও পড়ে থাকতে দেখা যায়, তখন তা না রেখে তার সঠিক মালিক খুঁজে ফেরত দিতে হবে।
তিনি বলেন, রাস্তার পাশের আবর্জনার মধ্যে তল্লাশির সময় আমি এই ব্যাগটি পেয়েছি এবং এতে ২০ বিলিয়ন রিয়াল মূল্যের সোনা ও ডলার ছিল। আমি ব্যাগটি কয়েকদিন আমার কাছে রেখেছিলাম এবং ব্যাগের মধ্যে থাকা ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে এর মালিককে সনাক্ত করতে সক্ষম হয়েছি।
ওই নাগরিক আরও বলেন, ব্যাগটি ৫০ বছর বয়সী এক মহিলার ছিল যা তার নাতি ভুল করে আবর্জনার ব্যাগ ভেবে আবর্জনার মধ্যে ফেলে দিয়েছিল।
চস/আজহার