spot_img

২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

২৩ সদস্য নিয়ে দেশের পথে এমভি আবদুল্লাহ

সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর থেকে ২৩ জন ক্রু সদস্য নিয়ে দেশের পথে রওনা হয়েছে। মালিকপক্ষ জানিয়েছে, আগামী ১২ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে জাহাজটি।

মঙ্গলবার (৩০ এপ্রিল) জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, সোমালিয়ান জলদস্যুদের কাছ থেকে মুক্তির ৮ দিন পর গত ২১ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় সংযুক্ত আরব আমিরাতের আল হারমিয়া বন্দরে পৌঁছায় এমভি আব্দুল্লাহ।

উল্লেখ্য, আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে গত ১২ মার্চ বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুর কবলে পড়ে এমভি আব্দুল্লাহ। এরপর জাহাজটি ছিনতাই করে জলদস্যুরা ১৪ মার্চ দুপুর ২টার দিকে জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যায়। সোমালিয়ান উপকূলে দীর্ঘ প্রায় ১ মাসের বেশি সময় জিম্মি থাকার পর ১৩ এপ্রিল মুক্ত হন নাবিকরা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss