spot_img

২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রানী দ্বিতীয় এলিজাবেথ করোনায় আক্রান্ত

এবার ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এই খবর নিশ্চিত করা হয়েছে বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে। ঘটনা সত্যি হয়ে থাকলে এটা ব্রিটেনের রাজপরিবার এমনকি গোটা দেশের জন্যই অত্যন্ত আতঙ্কের সংবাদ।

ইউসিআর ওয়ার্ল্ড নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রানীর শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে।

এর আগে রাজপরিবারের পক্ষ থেকে নিশ্চিত হওয়া গেছে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসও করোনায় আক্রান্ত হয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরেই বেশ কিছু রাজকীয় অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রিন্স অব ওয়েলস। এসব অনুষ্ঠান থেকে কোনভাবে তার শরীরে করোনার সংক্রমণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন: করোনা মোকাবেলায় অক্ষয়ের ২৫ কোটি রুপি অনুদান

রাজকীয় দায়িত্বের অংশ হিসেবেই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে হয় প্রিন্স চার্লসকে। রাজপরিবার এক বিবৃতিতে জানিয়েছে যে, প্রিন্স চার্লস স্ত্রী ডাচেস অব কর্নওয়ালকে নিয়ে স্কটল্যান্ডে আইসোলেশনে আছেন। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানানো হয়েছে।

এর আগে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এবং স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়া যুক্তরাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ক্রিস হুইটির শরীরেও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিয়েছে।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss