ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে দাবি করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১০ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ এ দেওয়া এক পোস্টে একথা জানান তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, মার্কিন মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ।
পোস্টে তিনি লিখেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ বুদ্ধি ও অসাধারণ কূটনৈতিক বিচক্ষণতা প্রদর্শনের জন্য উভয় দেশকে অভিনন্দন।
অবশ্য ট্রাম্পের এই দাবির বিষয়ে ভারত বা পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।
চস/স