গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় শনিবার (২৮ জুন) একদিনেই নিহত হয়েছেন অন্তত ৮১ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ৪০০-এরও বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
চলমান হামলায় এ পর্যন্ত প্রায় ৫৬ হাজার মানুষের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে গাজার কর্তৃপক্ষ।
এদিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, এক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব। কিন্তু একই দিনে ইসরায়েলি হামলায় গাজার স্টেডিয়াম এলাকায় তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের ওপর আঘাতে প্রাণ হারান শিশুসহ ১১ জন।
আল-মাওয়ারি আবাসিক এলাকায় আরেক হামলায় নিহত হন ১৪ জন, যাদের বেশিরভাগই শিশু। তুফাহ এলাকার জাফা স্কুলের পাশে বিমান হামলায় মৃত্যু হয় আরও ৮ জনের।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনেক জায়গায় সড়ক বিধ্বস্ত হওয়ায় অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল আহতদের কাছে পৌঁছাতে পারছে না।
উল্লেখ্য, গত জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি শুরু হলেও তা প্রথম ধাপেই ভেঙে পড়ে। মার্চে নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে বন্দি ও জিম্মি বিনিময় এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা ছিল।
ট্রাম্পের বক্তব্যে নতুন করে আশার আলো দেখছেন কাতারের মধ্যস্থতাকারীরা। তারা মনে করছেন, যুক্তরাষ্ট্রের চাপেই এবার হয়তো একটি কার্যকর যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হবে।
চস/স