তরুণ প্রজন্মের অভ্যুত্থানের পর নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধামনমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি। এর মাধ্যমে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, শপথের পরপরই ঘোষণা দেওয়া হয়, আগামী ২০২৬ সালের ৫ মার্চ দেশব্যাপী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামচন্দ্র পোউডেল, নবনিযুক্ত প্রধানমন্ত্রী কার্কি, উপ-রাষ্ট্রপতি রাম সাহায় যাদব ও প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাওয়াত। অনুষ্ঠানে ভারতের নেপালস্থ রাষ্ট্রদূত নাভিন শ্রীবাস্তবও উপস্থিত থেকে নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
রাষ্ট্রপতির দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার পর রাষ্ট্রপতি রামচন্দ্র পোউডেল, নেপাল সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল এবং ‘জেনারেশন জেড’ আন্দোলনের প্রতিনিধিদের ঐকমত্যের ভিত্তিতেই সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়।
উল্লেখ্য, দুর্নীতি ও বেকারত্বে ক্ষুব্ধ তরুণ প্রজন্মের আন্দোলনে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক পুলিশি দমন-পীড়নে কমপক্ষে ৫১ জন নিহত হন। জনরোষের মুখে গত সপ্তাহেই পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি।
চস/স