spot_img

২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে কারফিউ ভেঙে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় টানা অষ্টম দিনের মত প্রতিবাদ অব্যাহত রয়েছে। কারফিউ অমান্য করে যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলোতে রাস্তায় নেমে বিক্ষোভ করছে মানুষ। বিক্ষোভাকারীদের বিরুদ্ধে নেওয়া কোন পদক্ষেপ তোয়াক্কা না করেই ফ্লয়েডের হত্যার বিচারের দাবি জানিয়ে পথে নামছে মানুষ। বিক্ষোভ চলাকালে এখন পর্যন্ত পাঁচজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে।

বিক্ষোভ দমাতে সেনা মোতায়েনের হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনগণের নিরাপত্তার স্বার্থে এ ঘোষণা দিয়েছেন তিনি। ঘটনার মূল অভিযুক্ত অফিসার ডেরেক শাওভিনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং তাকে আগামী সপ্তাহে আদালতে পাঠানো হবে। অভিযুক্ত আরো তিন পুলিশ অফিসারকে বহিস্কার করা হয়েছে।

গেল ২৫ মে মিনেসোটার মিনিয়াপোলিসে নৃশংসভাবে হত্যা করা হয় ফ্লয়েডকে। এরপরই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। সহিংসতা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে প্রায় ৪০ টি শহরে কারফিউ জারি করা হয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss