spot_img

৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান

৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া, কেন্দ্রশাসিত অঞ্চল আজাদ কাশ্মিরসহ বেশ কিছু অঞ্চল। মঙ্গলবার রাতে এ ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

পাকিস্তানের আবহাওয়া দপ্তরের (পিএমডি) অধীন সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের বরাত দিয়ে এক প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে ভূপৃষ্ঠের ২৩৪ কিলোমিটার গভীরে।

হিমালয় পর্বতমালার যে অংশটি আফগানিস্তানে প্রবেশ করেছে, সেটিই হিন্দুকুশ পবর্তমালা হিসেবে পরিচিত।

জিও নিউজের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতের ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানের পাঞ্জাবের রাওয়ালপিন্ডি, রাজধানী ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার, আপার দির, মালাকান্ড, বাজাউর, চিত্রল, মুরি, আজাদ কাশ্মিরের সামাহনি, ভিমবের এবং অন্যান্য অঞ্চলে।

ভূমিকম্পে নিহত বা ক্ষয়ক্ষতি সংক্রান্ত তথ্য এখনও আসেনি।

মাত্র চার দিন আগেই পাকিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল খাইবার পাখতুনখোয়া, ইসলামাবাদ এবং রাজধানী সংলগ্ন অঞ্চলে।

ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের ওপর অবস্থান হওয়ার কারণে পাকিস্তান-আফগানিস্তানে ভূমিকম্প বিরল কোনো দুর্যোগ নয়। গত সেপ্টেম্বরে ৬ মাত্রার এক ভূমিকম্পে আফগানিস্তানে নিহত হয়েছিলেন ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ। সূত্র : জিও নিউজ

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss