সৌদি আরবে মদিনার কাছে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী নিহত হয়েছেন। মক্কা থেকে মদিনাগামী বাসটির রোববার (১৬ নভেম্বর) ভারতীয় সময় দিবাগত রাত প্রায় দেড়টার দিকে মুফরিহাটে একটি তেলবাহী ডিজেল ট্যাংকারের সঙ্গে সংঘর্ষ হয়।
মোট ৪৩ জন যাত্রী বাসে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় কেবল ২৪ বছর বয়সী মোহাম্মদ আবদুল শোয়েব জীবিত বেঁচে গেছেন। প্রাথমিক ধারণা অনুযায়ী, বাকিরা ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা গেছেন।
বেঁচে ফেরা শোয়েব বাসের সামনে চালকের আসনের পেছনে বসে ছিলেন। শোয়েব হায়দরাবাদের বাসিন্দা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।
এনডিটিভির খবরে বলা হয়, জেদ্দায় ভারতের কনস্যুলেট জানিয়েছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। তারা পুরো পরিস্থিতি মনিটর করছে এবং পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে।
রাশিয়া সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, রিয়াদে ভারতীয় দূতাবাস ও জেদ্দায় কনস্যুলেট আক্রান্তদের পরিবারকে সর্বাত্মক সহায়তা দিচ্ছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, তেলেঙ্গানার তথ্য প্রযুক্তি মন্ত্রী ডি শ্রীধর বাবু সাংবাদিকদের বলেছেন, নিহতদের মধ্যে কমপক্ষে ১৬ জনই হায়দরাবাদের। তারা রাজ্যের মাল্লেপল্লির বাজারঘাট এলাকার বাসিন্দা।
চস/স


