spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

স্থানীয় প্রতিষ্ঠানের তৈরি র‌্যাপিড টেস্ট কিট ভারতে অনুমোদন পেল

খরচ খরচে ও কম সময়ের মধ্যে নমুনা পরীক্ষা করতে সক্ষম করোনা কিট উদ্ভাবন করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বায়োটেক প্রতিষ্ঠান। সম্প্রতি তাদের কিটটি অনুমোদনও দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এবং সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)।

মূলত আরটি-পিসিআরে করোনা পরীক্ষা করার জন্য যে কিটের প্রয়োজন হয় সেটিই তৈরি করবে এ প্রতিষ্ঠান।

করোনাভাইরাসের নমুনা সংগ্রহের পরে তা থেকে ‘আরএনএ’ বের করতে হয়। পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠানটির দশ বছর ধরে ‘আরএনএ এক্সট্রাকশন কিট’এর পাশাপাশি আরটি-পিসিআরে নমুনা পরীক্ষার কাজে ব্যবহৃত অন্য উপাদান তৈরির অভিজ্ঞতা রয়েছে।

আরো পড়ুন: ৫০ হাজার ছাড়াল ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা

এ ব্যাপারে প্রতিষ্ঠানের কর্ণধার রাজা মজুমদার গণমাধ্যমকে জানান, কিটের জোগানে ঘাটতি থাকায় নমুনা পরীক্ষার কাজ ব্যাহত হচ্ছে জানার পরে তারা কম খরচে করোনা-কিট তৈরির কাজ শুরু করেন। দক্ষিণ ২৪ পরগনার বাকরাহাটের কার্যালয়ে দেশীয় প্রযুক্তিতে নির্মিত সেই কিট অনুমোদনের জন্য আইসিএমআরের কাছে পাঠানো হয়। আইসিএমআর-নাইসেড সেই টাকম্যান-বেসড কিট গত মে মাসে অনুমোদন দিলে সিডিএসসিওর অনুমোদনের জন্য আবেদন করে সংস্থাটি। গত মঙ্গলবার সংস্থাকে কিট তৈরির লাইসেন্স দিয়েছে সিডিএসসিও।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss