spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ফের বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ট্রাম্পের হুমকি!

এবার সরকারিভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার প্রক্রিয়া শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন কংগ্রেসে একটি বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। মাসখানেক আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে হাতের পুতুলের সাথে তুলনা করে সংস্থা থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ন্ত্রণ পুরোপুরি চীনের হাতে। তাছাড়া, করোনা রুখতে এবং করোনা পরবর্তী পরিস্থিতিতে যে সংস্কারের প্রয়োজন, তা করে উঠতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে ট্রাম্প বলেন, “আমরা ওদের যে অতি প্রয়োজনীয় সংস্কারগুলি করতে বলেছিলাম, সেগুলি ওরা করতে পারেনি। সেজন্যই ডাব্লিউ এইচ ওর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি।”

বিতর্কিত এই সিদ্ধান্তের জন্য এর আগেই বিশ্বের দরবারে সমালোচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রাষ্ট্রসংঘের মহাসচিব তাকে রাজনীতি ভুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সহযোগিতা করতে অনুরোধ করেছেন। এবার ডেমোক্র্যাটরাও তাঁর সিদ্ধান্তকে ‘খামখেয়ালি’ বলে মন্তব্য করেছে।’ ডেমোক্র্যাটদের তরফে আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন বললেন,”এই সিদ্ধান্তের ফলে আমেরিকাবাসীর কোনও লাভ হবে না। উলটে আমারা একা হয়ে যাব। আমেরিকানরা তখনই নিরাপদ থাকবে যখন বিশ্বব্যাপী স্বাস্থ্যসুরক্ষার এই লড়াইয়ে তারা শামিল হবে। আমি নির্বাচনে জিতে আসার পর প্রথম দিনই ফের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগদান করব।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss