spot_img

২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আরাফা ও ঈদের দিন মসজিদুল হারামে প্রবেশ নিষেধ

পবিত্র হজ সীমিত করার পাশাপাশি আরাফা ও ঈদু আজহার দিন (৯ ও ১০ জিলহজ) মক্কার পবিত্র মসজিদুল হারামে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অন্য সময় মসজিদে প্রবেশ সীমিত করা হয়েছে। অনুমতিপ্রাপ্ত ব্যক্তি ছাড়া কেউ তাতে প্রবেশ করতে পারবে না।

গতকাল মঙ্গলবার মসজিদুল হারাম নিরাপত্তা বাহিনীর কামান্ডার মেজর জেনারেল মুহাম্মাদ আল আহমাদি এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, বর্তমানের কঠিন পরিস্থিতির কারণে আমরা সর্বাগ্রে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করব। ধারাবাহিকভাবে কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, এবারের হজের সময় করোনা ভাইরাস প্রতিরোধে কাবা প্রাঙ্গণ ও সাফা-মারওয়ার প্রাঙ্গণে চলাচলের জন্য সুনির্দিষ্ট পথ তৈরি করা হয়েছে। হজের সময় সাধারণদের জন্য হজের নির্ধারিত স্থানের সীমানায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া মক্কায় প্রবেশ নিয়ন্ত্রণের জন্য ২৪ ঘণ্টা আইন-শৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী থাকার সিদ্ধান্ত হয়েছে।

সূত্র : আরব নিউজ

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss