জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান ইউকিয়া আমানো মারা গেছেন। অজ্ঞাত শারীরিক অসুস্থতার কারণে তিনি সংস্থাটির প্রধানের পদ থেকে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এর মাঝেই সোমবার শেষ নিশ্বাস ত্যাগ করেছেন আইএইএর এই প্রধান।
সংস্থাটির সাবেক প্রধান মোহাম্মদ এল বারাদির কাছে থেকে দায়িত্ব নেয়ার পর ২০০৯ সাল থেকে আইএইএর মহাপরিচালক হিসেবে কাজ করছিলেন তিনি।
চস/আজহার